বলেছিলে, সাদা মানুষ মাত্রই উন্নত।
এর পর থেকে কৃষ্ণাঙ্গদের মানুষ মনে হয়নি আর।
আজ যখন বললে, 'ব্লাক ইজ বিউটি'।
বালির বালুকাবেলায় তাই আজ বিবস্ত্র, তামাটে হব বলে।
একদিন বলেছিলে, ছোট কেশ নারীবাদিতার প্রতিক।
ব্যস, বব আর স্লিভলেস ব্লাউজে কাঁপিয়েছি শাহবাগ।
পরে যখন বললে, যৌনতা সব লম্বা চুলে।
মাথা ভর্তি আজ তাই পরচুলা।
যখন বলেছিলে, মাতৃভাষা গৌরব।
তখন কেরি সাহেবেরা শিখেছিল বাংলা।
আজ যখন বললে, ইংলিশটাই সব।
ভেবেছি তাইতো, বিশ্বায়নে সেটাই হবার কথা।
যখন বললে, ওরা জঙ্গি।
আমিও বললাম, আলবাত।
আজ যখন বলছো, ওরা যোদ্ধা।
ভাবছি, খাঁটি বলেছো ভায়া।
প্রিয় পাশ্চাত্য, তোমার চোখেই দেখেছি বিশ্ব,
প্রিয় পাশ্চাত্য, সব থেকেও তাই বাঙালীরা বড় নিঃস্ব।


রাত ১ টা ২০
মার্চ ০৩, ২০২০
সিলেট।