প্যারিস হবে তোমার শহর-
স্বপ্ন দেখায় বিশ্বব্যাঙ্ক,
সুদে গড়া সেই স্বপ্নের
রাজমিস্ত্রী, হিলারী-ট্রাম্প।
ফ্লাইওভার জ্যাম কমাবে-
দেখায় স্বপ্ন দাতাদেশ,
তাদের স্বপ্নে গাড়ীর সওদা
রাস্তা হবে নিরুদ্দেশ,
মুঠোফোনের স্বপ্নে নাকি
তুমি যাবে বহুদূরে,
হাওয়ার ছুঁড়িতে পকেট কেটে
যাচ্ছে তারাই আকাশ ফুঁড়ে।
বদলে যাও, দাও বদলে-
স্বপ্ন দেখায় প্রথম আলো,
সেই পেপারের ‘রাশিচক্র’
মন্দ কপাল  করছে ভাল?
চ্যানেলগুলো স্বপ্ন দেখায়
ঝাঁকে ঝাঁকে বিজ্ঞাপনে,
তোমার বাঁধন ছিন্ন করে
নিয়ে যাচ্ছে ইটের কোণে।
ইংরেজিতে দেখলে স্বপ্ন
কেউ বলছে বিজয় তোমার,
বাংলা নাকি চাষীর ভাষা
লালন করুক কামার-কুমার।
তোমার স্বপ্ন দেখছে সবাই
তুমি যে আর তুমি নও,
স্বপ্ন তোমার লুট হল আজ
মৃত তুমি পড়ে রও।


রাত ৮টা ৩১
অক্টোবর ১১, ২০১৭
সিলেট।