অসুর---
বনের মোষ তাড়িয়ে বেড়াস নিজের বাপের খেয়ে,
তোর জীবনে আসছে বিপদ দেখবিরে তুই চেয়ে।
মরুক লোকে বানের জলে তোর যে তাতে কী?
নিজের ভাল না বুঝলে কোথায় উন্নতি?
আমার কাছে সেলফি-চ্যাটিং দীক্ষা নিয়ে যা,
এ প্রজন্ম তবেই তোকে দেবে যে বাহ্‌ বাহ্‌।
হাউ-ফানি, কুল, নাথিং-মোর শব্দ চয়ন কর,
তবেই কিনা যাবি পেয়ে এই একালেরই বর।
‘রক্ত দানে রক্ত কমে’ জপিস রাত্রি-ভোর,
ঘুষের টাকায় বাড়ালে মেদ সুন্দরী বউ তোর।
যখন দেখি কারো রোগে তোর চোখ নিদ্রাহীন,
ভাবতে থাকি বোকার স্বর্গে হলো বুঝি দিন।
সেরা চালাক হতে হলে পড়বিরে তুই বাঁছা,
আমার লেখা সহী বয়ান ‘আপন প্রাণ বাঁচা’।
সুর---
মোরা ছন্নছাড়া, বাঁধনহারা
জীবনের গাই গান,
বানভাসিদের সিক্তনয়ন
কষ্টে ভাসায় প্রাণ।
মোরা উড়নচণ্ডী, নইকো বন্দি
স্রোতের বিপরীতে,
শেষকণাও যাই বিলিয়ে
মানুষেরই হিতে।
মোরা যাযাবর, পাইনা ডর
তোদের রক্তচোখ,
ভালোবাসা থাকুক আমার
তোর ঘৃণায় বসত হোক।
মোর ভবঘুরে হৃদয়পুরে
উপ্ত প্রেমের বীজ,
তোর স্বজনের দূর্দিনে তুই
আমায় খবর দিস।


রাতঃ ১২টা ৪০
২৫ আগস্ট, ২০১৭
সিলেট।


উৎসর্গঃ ওই সকল উড়নচণ্ডী, ভবঘুরেদের প্রতি যারা এই নষ্ট সমাজের তাচ্ছিল্য উপেক্ষা করে এখনো নিভৃতে পীড়িত ও দূর্গতদের কষ্টলাঘবের মহান কর্মে ব্রতী।