কবিতায় মানুষ, মানুষের কবিতা
কবিতা চতুর্মাত্রিক,
ভালোবাসার কবিতা মেখে সারা গায়ে
কত গেল অভিযাত্রিক।
আশার কবিতা, ভাষার কবিতা
বিজয়ের কবিতা শুনে,
বলাকার ডানায় উড়ছে কবিতা
স্বপ্নগুলো মোর বুনে।
ঋদ্ধ কবিতা, শুদ্ধ কবিতা
ঋষির কবিতা মৌন,
বিত্তের কবিতার বিকট শব্দে
মানুষের কবিতা গৌণ।
আলোর কবিতা, আলেয়ার কবিতা
মিথ্যের কবিতা ক্ষনিক,
পুঁজিবাদই আজ আসল কবিতা
লিখছে সকল বনিক।
স্রষ্টার কবিতা, সৃষ্টির কবিতা
শান্তির কবিতা লুপ্ত,
রাজপথ কাঁপায় নষ্ট কবি আজ
প্রকৃত কবি সুপ্ত।
তনুর কবিতা, খাদিজার কবিতা
কবি বদরুল লেখে,
আমজনতাই কি তবে ভন্ডকবি
যারা প্রতিবাদহীন দ্যাখে?
প্রাচ্যের কবিতায়, প্রতীচীর কবিতায়
প্রতিবাদই হোক মন্ত্র,
খুলে যাক যত রুদ্ধকপাট
কুৎসিত ষড়যন্ত্র।


রাত ১০টা
জুলাই ১৭, ২০১৭
সিলেট।