গঙ্গায় স্নানে মেতেছে আজ দাঁতাল শূয়োর।
পৌষের কৃষ্ণ নবমী'র কনকনে শীতে,
ক্লেদাক্ত পঙ্কিলে, শুচিতা দিতে চায় ঢেকে।
পূতাত্মা গঙ্গাকে করতে চায় ওরা
অস্পৃশ্য বুড়িগঙ্গা।
গ্লানি, হীনতা আর প্রচণ্ড ঘৃণায় নিশ্চল
তিন জোড়া অপলক দৃষ্টি-
ভেবে পায়না, এরা এ শতাব্দীর মানুষ!
ভেবে পায়না, এরা মানুষ, বাংলার!
মূঢ়, দ্বিধাচিত্তে দৃষ্টিপাত হয়,
দ্বিপদ শ্বাপদের ঝড়ে পড়া লালাতে।
তখনো স্বপ্নময় মনে হয় সবকিছু।
ভাবে, বুঝি দুঃস্বপ্নের অংশ তারা আজ।
ভাবে, এই বুঝি ভাঙবে ঘুম এখনি।
ঘুম ভাঙে না আর।
নির্মম সত্যের কী ভাঙে ঘুম কখনো?
কী নিকষ আঁধারে ঢেকে গেল আজ
রবির কর,
হৃদয়টা আজ ধূ-ধূ একখণ্ড 'সুবর্ণচর'।



রাত ১ টা ৩৪,
জানুয়ারি, ০৪, ২০১৯
সিলেট।