মন গহীনে স্বপ্নপুরী,
স্বপ্ন সবার হৃদয়জুড়ী।
চলে স্বপ্ন আকাশ ফাড়ি,
হরেক স্বপ্ন নিদ্রাহারী।
স্বপ্নবাজের হৃদয়মম,
মানুষ যে তার স্বপ্নসম।
স্বপ্নহীন পথের ধারে,
স্বপ্ন ভেঙে স্বপ্ন গড়ে।
স্বপ্নাতুর চোখে বিভা,
দেখছে দু'চোখ স্বপ্ন দিবা।
স্বপ্নালোকে গড়ছে বাড়ি,
বেচে স্বপ্ন কাড়ি কাড়ি।
স্বপ্ন নিলাম হয় বাজারে,
দামি স্বপ্ন সস্তা দরে।
স্বপ্ন ক্রেতার যাচ্ছে সুদিন,
তার পরিচয় সে 'স্বপ্নহীন'।
কিনছে স্বপ্ন পথভ্রষ্টা,
ভাবে সেও স্বপ্নদ্রষ্টা।
চাটুকারের স্বপ্নতে মেদ,
স্নিগ্ধ স্বপ্নের হয় ব্যবচ্ছেদ।
নষ্ট স্বপ্নের স্লোগান শুনে,
সত্যি ভেবে স্বপ্ন বুনে।
সেই স্বপ্নে মেলতে মানা,
মুক্ত রঙিন স্বপ্ন ডানা।
অলীক স্বপ্নে কেউবা বিভোর,
স্বপ্ন দেখে, আসবেনা ভোর।
যে স্বপ্নে হবেই সকাল,
এমন স্বপ্নই দেখ চিরকাল।
শুভ্র স্বপ্নে সাম্য সবার,
সবার স্বপ্নই হোক একাকার।
যে স্বপ্নে মানুষ মহান,
সেই স্বপ্নেরই গাও জায়গান।


সন্ধ্যা ৭ টা
অক্টোবর ২২, ২০১৬
সিলেট।