যুগসন্ধিক্ষণে জন্ম আমার।
এখানে মানুষের আবেগগুলো-
ভার্চুয়াল হয়ে বাতাসে মিলিয়ে যায়।
একান্ত জীবনাভূতিগুলো এখানে,
এখন আর কারো একার নয়।
চাইলেই আমার উল্লাসধ্বনি,
সৌরজগতের প্রান্তসীমায়
অনুরণিত হবে প্রতিনিয়ত...
আমার দুঃখগাঁথা ডাকহরকরার মত
সহস্র দরজায় নাড়া দিয়ে যাবে-
শুধু কীবোর্ডের একটি বোতামের আঘাতে।
সোদা গন্ধের মত প্রিয় বইগুলো
এখানে অস্পর্শী জঞ্জাল।
পিডিএফ মরীচিকার নীলাভ অংশ্ তারা আজ...
ক্যালেন্ডারের পাতার জীবন্ত তারিখগুলো
এখানে একেকটি সংখ্যা।
চাওয়া ও পাওয়ার সীমান্তরেখা
বিলীন হয়েছে এই সময়ের গর্ভে।
মহাকালের প্রলম্বিত অংশে নিবাস আমার।
এখানে মুগ্ধতা নেই কিছুতেই,
আছে শুধু মুগ্ধ হবার ভনিতা।
বাজার এখানে সর্বত্র,
এখানে সবাই ক্রেতা, আর বিক্রেতাও।
এখানে  ‘মানুষ’ চতুর্মাত্রিক।
শেষমাত্রা এখানে একটি ইমোটিকন।


বিকাল ৩ টা ৪০
২০ জানুয়ারি, ২০১৭
সিলেট।