কবি নয় আমি তবুও কবিতা লিখি,
শুধু তোমার জন্য লিখি!
তুমি তো দাও না সাড়া নিষ্ঠুর প্রিয়তমা।


তোমার জন্য আমি পথের পায়ে হাঁটা পথিক হয়ে গেছি,
তোমার জন্য আমি সব কিছু বিসর্জন দিয়েছি,
তোমার জন্য আমি সব কিছু হরিয়ে নির্বাসনে আছি,
তুমি তো দাওনা সাড়া নিষ্ঠুর প্রিয়তমা।।


আকাশ এখন মেঘে ঢাকা
নীল আকাশ আর হয়তো আমার হবে না দেখা,
তোমার জন্য আমি হারিয়েছি দৃষ্টি শক্তি,
তুমি এতো ব্যাথা দাও তার পরও.....
তোমার জন্য আমার কমেনা ভক্তি।
তুমি দাও না কেন সাড়া নিষ্ঠুর প্রিয়তমা।


কবি নয় আমি তবুও কবিতা লিখি।।
                           -----সোহেল