মুক্ত কপাট মহল মম
পরী গমন পরী আয়,
কপাটে অবসান খিল
মহলটা মোর ঘুনে খায়।


খুঁড়ে খুঁড়ে জগৎ ভেদে
তীলের তরে তাল কুড়াই,
পরী বিনে মহল বিফল
তীল তুল্য মূল্য নাই।


পর কিছু কাল রবে যেথায়
হেথার সদা সাঙ্গ নাই,
সাড়া বিনে কদম'ন চলে
ঠেক্কর ঠুক্কুর বাড়ি খায়!
উপায় হীনে পরী মম
কৃষ্ণা কৃষ্ণা ঠক ঠকাই।


প্রাসাদ তলে অদৃশ্য পরী
খেলছে খেলা জনম ভরি,
ইহ'ন পর ধর ভুরি
নচেৎ; পরবে ধরা আষ্ঠ করি।