বহুদুর বহপুর বহু ক্রোশ হেঁটে
ধরনীর ক'ফোটা হিসেবেই জীবন গেছে কেটে,
দাঁড় বেয়ে ক্ষান্ত এ'মন মেঘনার ঘাটে
মন জ্বর ধরেছে ফনা ঢেউয়ের আদল বেঁটে।


যে ধরেছে অধরা প্রাণ করে আষ্ঠ
সে ফিরেছে করে মন কাষ্ঠ,
এ অধরা প্রাণ হয়েছে ম্লান
ক্ষনিক কিছু আগে,
আজ ভাবতে তার পানে
হৃদয়ের ক্ষত ফাটবে চৌচির লাগে।