যখনি  আমি পড়তে বসেছি
বিকেল বেলা ঘেসে,
তখনি সেই অজানা মানুষ
দাড়ালো সামনে এসে।


হঠাৎ আমি লাপিয়ে ওঠি
বই-খাতা পেলে কত,
অজানা সেই মানুষকে আমি
জড়িয়ে ধরি শত শত।


তারপর কি হয়েগেল আমি বলতে
ভাষা পাইনি খুজে,
তবুও কিছু লিখতে বসেছি
হাজার সুখের মাঝে।


সে বলে প্রকৃত মানুষ পেয়েছি আমি
হয়েছি শত দুর,
হীন ব্যক্তির পরিচয় দিয়েছি
বন্ধু হয়ে তোর।


তবুও আমি ছুটে এসেছি
উঠনের এক পারে,
বহুদিন পরে এসেছি বলে
সাহস হয়নি ঢুকতে ভিতরে....



রচনা - ০৫/০৩/২০১৪