দেহের যন্ত্র যন্ত্রনায় ভীত
তবু কেন প্রতিবাদে শীর 'ন' করি উন্নীত,
সমাজ সমাজের সাজে সাজে নাই
সমাজ সাজিছে সন্ত্রাসে শত।


উলঙ্গ-কুৎসিত নেতাতে পতিত
জাতে জাতে জাতিরা বিভক্ত,
ধর্মের দোহাই, রক্তের রেষারেষি
নেতার নেই বোধ কুন্ঠিত।


নর নারীত্ব হরনে সদা ক্ষিপ্ত
হিংস্রতার বলি নাট্য কর্মী তনু,
দন্ড চাহিয়া দরবার ভ্রমণে জনক
অপক্ষপাত কি পেয়েছে বিন্দুসম অনু।


খাদিজার খুলি খুড়ে চাকু তুলে মকবুল
শত ভিড় উদ্ধারে নেই কেউ মশগুল,
বহু তলা বৈদ্যশালা ডাক্তার দেখে হয় অাকুল
গোলমাল নিভৃতে রটায়ছে কুত্সার ঢাক-ঢোল।


সম্ভ্রম হানি করে যারা বিক্ষিপ্ত
সন্দেহ থেকে যায় নিয়া তাদের পিতৃত্ব,
এ সমাজ নহে বিচ্যুত
তবু প্রশ্নবৃদ্ধ কর্তৃত্ব।


ভ্রাতৃত্বে দন্ধ বিদ্বেষ
পিতা-মাতা মন্ত্র করে অন্বেষন,
আমি খেয়েছি খাবো আছে যত ধন
ভ্রাতার ভাগে বাধে আগ্রাসন।


মানব মানবের সাজে সাজে নাই
মানব সাজিছে আদি দৈত্য দানব,
আমানত নিমিষেই করে খেয়ানত
চাহিতে উত্তম, বৃত্তান্ত ভাবিলেই হিংস্র মানব।