"আবেগের মায়াজালে"


অপরূপ মায়াবতী
যে মায়াবিনী অনন্যা,
যার হৃদয় টুকু মায়ায় ভরপুর;
যে সু-যোগ্য কন্যা।


যার আচরণে মন সন্তুষ্ট,
যে চরিত্রে গুণবতী,
সে যে মায়ার পরী;
আমি মুগ্ধ তাঁর প্রতি।


যে দিন হইতে দেখেছিলাম
তাঁর মনোমুগ্ধকর হাসি,
সে দিন হইতে আজ ও আমি;
শুধু তাকেই ভালোবাসি।


ভাবনার সেই বেড়াজালে
তাঁকে আটকে রেখেছি,
যা কে দিবা-রাত্রি স্বয়নে আমি;
নির্ঘুম চোখে দেখেছি।


হৃদয় মাঝে থাকিয়া সে
রাখতে পারে নি বিশ্বাস,
ভুলিতে আমি পারবোনা তাঁকে;
যতদিন আছে নিঃশ্বাস।


এখনো তবে চেয়ে থাকি পথে
সে আসবে কোন কালে?
অপেক্ষায় মন পড়িয়া আছে;
যেন আবেগের মায়া জালে।