আলহামদুলিল্লাহ! কত সৌভাগ্যবান
এসেছে পবিত্র মাহে রমজান,
ওগো মাবুদ! তুমি বিশ্ব পালনকর্তা;
তুমি মহান! তুমি মেহেরবান।
কত শত মানুষ! যে তোমার ডাকে
সাড়া দিয়ে পায়নি এই রমাদান,
করো গো প্রভু! তাদের কবর;
জান্নাতের ঐ সুখের ময়দান।


ক্ষমা কর মাবুদ! তওবা করছি
সঠিক পথে চলবো,
বেঁচে আছি আজ তোমারি কারনে;
সদা সত্য কথা বলবো।
গরিব দুঃখীদের সাথে একত্রে চলার
তৌফিক টুকু দাও,
সকলের মুখে হাসি ফুটিয়ে;
তাদের কষ্ট গুলো তুলে নাও।


পবিত্র এই মাসে রব যেন
সঠিকভাবে আমল করিতে পারি,
পরিত্রাণ চাচ্ছি তোমার ঐ দরবারে;
দূরে থাকে যেন ব্যভিচারে লিপ্ত নারী।
রমজানের এই ত্রিশটি সিয়াম
যেন  নির্ভুল ভাবে আদায় করি,
সঠিক পথ প্রদর্শন কর প্রভু;
যেন পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করি।


মহিমান্বিত সেই পবিত্র রজনীতে
যেন আমল করিতে পারি,
প্রভু মসজিদে সেদিন পাপের অনুশোচনায়;
যেন অশ্রু তে ভেজে দাঁড়ি।
সর্ব শেষে ঈদ উল ফিতরের
আনান্দের ঐ দিন,
রহমত কর তোমার পাপী বান্দার প্রতি
প্রভু ভরসা করার কে আছে তুমিহীন?


সমস্ত পাপ মুছে দিও প্রভু
করিও সকল কে ক্ষমা,
আর কত আবদার শুনবে তুমি?
রয়েছে যে শত কোটি জমা।
মনের কথা বোঝ তুমি,
তাই তোমার কাছেই চাই;
জানি রব তুমি ফিরিয়ে দাওনা
তকদীরে যা ছিল পাই।


আলহামদুলিল্লাহ! আবারো রব!
হৃদয় থেকে করছি শুকরিয়া,
ভালো রেখ আমায়, রেখ সকলকে;
তোমার মহিমা দিয়া।
ভালো রেখ সব মা-বাবা কে
প্রার্থনা করি আল্লাহ!
তুমি শ্রেষ্ঠ! তুমি মহান! ;
  ★আলহামদুলিল্লাহ★