"বিশেষ ব্যক্তির ভাবনায়"


গোধূলি লগনে পশ্চিম গগনে
যেন নিভিয়া গিয়াছে রবি,
বিশেষ কাহারো ভাবনায় আজ;
চিন্তিত এই কবি।


উদাস হইয়া চাহিয়া আছে
মনে অফুরন্ত আশা,
যেন অন্তরালে জমানো তার;
শত কোটি ভালোবাসা।


ক্ষণিক বাদে বাদল ধারা
এলো যেন নেমে,
কবির হৃদয় মাঝের ভাবনাগুলো;
যায়নি তবু থেমে।


সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিপাশ টা
অন্ধকার রুপ নিল,
আকাশ বুকে মিষ্টি আলোয়;
চন্দ্র দেখা দিল।


যেন অন্তরেতে চন্দ্র হাসে
বিশেষ ব্যক্তি নেই পাশে,
তাহার সব স্মৃতিগুলো;
অশ্রু হয়ে চোখে ভাসে।


কবির মনে কষ্টের ছাপ
যেন বেড়েই চলেছে,
সেই বিশেষ ব্যক্তির ভাবনায়;
এই হৃদয় গলেছে।