উল্লাসীত এই বাস্তব জীবন
কত যে করে বড়ায়,
মরণ ও আসিবে নির্ধারিত;
তবু জেনেও করে লড়াই।


কর্ম ছাড়া অন্ন নাহি
জুটিবেনা কারো পেটে,
কেউ বা হারাম সুখের ছায়ায়;
কেউ বা মরে খেটে।


অবুঝ হৃদয় বুঝিবে কবে
চক্ষু বন্ধে কি ভয়?
কেন এত তার প্রতিযোগীতা;
কি করে করিবে জয়।


নেশার ঘ্রাণে মাতোয়ারা হয়ে
করছে সময় পার,
ক্ষমতার জোরে হবেনা কিছু;
একদিন হবে হার।


সে দিন যদি অনুতপ্ত হয়ে
বুঝিতে পারে ভুল,
কঠিন স্রোতের ধারায় নদীর;
হারাবেনা কোন কূল।


কিন্তু এ মহান সুযোগ
যদি না জোটে তকদিরে,
রহমতের ঐ সুবিশাল তীরে;
কি করে আসিবে ফিরে?


সময় ঠিকই আসছে ঘনিয়ে
কেন বুঝিতে না চায় মন?
হঠাৎ করেই হবে মৃত্যু;
এ যে "বিষন্ন শ্রবণ"।


#উদ্দেশ্যঃ হঠাৎ আপন জন দের মৃত্যুর খবর গুলো আসে, যা কখনো কল্পনার বেড়াজালেও থাকেনা।  যা ভাবনার একেবারে বাহিরে। এই দুঃখজনক খবর গুলো শ্রবণ করার পর থেকে নিজের খুশি থাকাটাও কেন জানি মর্মান্তিক হয়ে ওঠে। তাই সকলের উদ্দেশ্য এই শিক্ষামূলক কবিতাটি লেখা।