দিন কেটেছে, রাত্রি এলো
বন্ধু তুমি ছাড়া,
তিমির রাত্রি, আকাশ বুকে;
ফুটেছে লক্ষ তাঁরা।


খুঁজিতেছি বন্ধু তোমায়
ঐ লক্ষ তারার ভীরে,
বিশাল! এই ত্রি ভুবনে;
তুমি থাকো কোন নীড়ে?


মঙ্গলে তে গেলাম বন্ধু
মিললো নাতো দেখা,
চন্দ্র যেন,দ্বীপ্ত শিখায়;
উজ্জ্বলিত একা।


চন্দ্র একা,আমিও একা
দুজনেই দিশেহারা,
একাকীত্ব আর ভালো লাগে না;
বন্ধু তুমি ছাড়া।