"বর্ণীল স্বপ্ন"
শূন্য থেকে ভাবনা শুরু
নেইকো তাঁর শেষ,
ধীরে ধীরে যেন বাড়ছে সব;
যা তুলনায় অশেষ।


একটু করে শেখার মাঝে
যা ভাবনা হয়ে দাড়ায়,
চলার পথে ক্লান্ত ক্ষনে;
তা অভিমানে হারায়।


কেউ বা তাহা যত্ন করে
হৃদ মাঝারে রাখে,
শত কষ্টের পরেও সে;
স্বপ্ন বুনে থাকে।


এ তো যেন স্বপ্ন নয়
বাঁচিবার এক লড়াই,
সব কিছু যে তকদীরে হয়;
তাই কেউ করেনা বড়াই।


তবু যে ইচ্ছে ছাড়া
মেলবেনা যে ডানা,
স্বপ্ন তোমার সত্যি হউক;
কেউ করবেনা মানা।


এগিয়ে যাও হাল ছেড়ো না
চেষ্টায় রবে মগ্ন,
ইনশাআল্লাহ পূরণ হবে;
তোমার বর্ণীল স্বপ্ন।