বৃষ্টি তুমি ঝরনার ন্যায়
পড়ছ ঝমাঝম,
গাছ-গাছালি পাখ-পাখালি;
সব করছে থমাথম।


একটু হেসে একটু বেশে
বলছি তোমায় ভালোবাসি,
তুমি-আমি আমরা দুজন;
আছি কাছাকাছি।


জানালা দিয়ে হাত বাড়ালাম
একটু অনুভূতির জন্য,
তুমি পড়লে এসে আমার হাতে;
তাই ধন্য আমি ধন্য।


পাখিরা সব কিচিরমিচির
ডাকছে আশেপাশে,
তোমার এই সৌন্দর্য কে;
সবাই ভালবাসে।


আহা তোমার সৌন্দর্য
খুবই মনোরম,
আমি দেখছি চেয়ে জানালা দিয়ে;
তুমি পড়ছো ঝমাঝম।


আজকে মেঘের নেই গর্জন
সবকিছু স্তব্ধ,
আজ তোমার পানে চেয়ে চেয়ে;
হচ্ছি আমি মুগ্ধ।