বন্ধু তোমায় চাচ্ছি আমি
আমার মনের মাঝে,
মন বলে যে দেখছে তোমায়;
নতুন এক সাজে।


বন্ধু তোমায় কেন এত
করছি অনেক মিস?
যেন তুমি আমার ভালোবাসার;
মিষ্টি কিসমিস।


বন্ধু তুমি চলার পথে
হলে আমার সাথী,
আমি অন্ধকারে আলো হবো;
হবো তোমার বাতি।


বন্ধু আমি পারছি না আর
একা একা থাকতে,
তোমার কথা ভেবে আমায়;
হচ্ছে রাত জাগতে।


বন্ধু আমি ঘুম হবো
হবো তোমার স্বপ্ন,
তুমি আমার মনি মুক্তা;
তুমি ধন রত্ন।


বন্ধু আমি পাখি হব
হব ভোরের আলো,
হৃদয় খানে রাখবো তোমায়;
বাসবো অনেক ভালো।


বন্ধু তুমি কখনো
যেওনা আমায় ভুলে,
তোমার মনের কথাগুলো;
বলিও আমায় খুলে।


বন্ধু তোমার মন খারাপের
হবেনা আমি কারণ,
ভুলে যদি যেতে চাও;
করবোনা তো বারণ।


বন্ধু তুমি মুক্তপাখি
মুক্ত করে রাখবো,
কল্প নাতে হারিয়ে গিয়ে;
পাশে তোমার থাকবো।