"হঠাৎ পরিচয়"


কোন একদিন তাহার সাথে
হয়েছিল পরিচয়,
কেন জানি আর পাইনি দেখা;
তবু মনে হয়।
নিশিতে জাগিলে সে
কেন মনে উকি দিত,
এভাবে সে হৃদয়ে আমার;
জায়গা করে নিত।
কর্মস্থলে দ্বিতীয় বার
হইলো আবার দেখা,
কেন জানি নিজেকে তখন;
লাগতো অনেক একা।
ইচ্ছে তখন সঙ্গ চাইতো
বিবেক দিত বাঁধা,
তবু যেন চুপটি করে;
তাকেই একটু ভাবা।
সে কেমন করে এলো মনে
কে জানি কি জানে?
চুম্বকেরি মত সে যে;
আমায় কাছে টানে।
তার মিষ্টি হাসি রুপের ঝলক
আমার অন্তর কেড়েছে,
কেন জানি হঠাৎ করেই;
এই আবেগ বেড়েছে।
ডুব দিয়েছি আবেগ ডোবায়
পেয়েছি তার দেখা,
এখন আমি তাহার কথা;
ভাবছি বসে একা।
সেই রুপসী মেঘ বালিকা
যখন আমার সন্ধান নিত,
সত্যি বলছি এই নিষ্ঠুর হৃদয়;
প্রেমে উকি দিত।
তার কথাতে অন্তর বুঝতো,
আমায় ভালো বাসে,
তাই তো আমার শত ব্যস্ততায়;
হৃদয় খুশিতে হাসে।
সে যে মনের কথা পারেনা বলতে
থাকে যে দ্বিধায়,
এভাবে চলিতে থাকলে;
হবে প্রেমের ও বিদায়।
চাইনা আমি প্রেমের বিদায়
হোক কাছে আসার গল্প,
তাকে ভালোবাসতে চাই;
খুব বেশি না, অল্প।
অল্প প্রেমের গল্প গুলো
মিষ্টি হয়ে থাকে,
ভাব গাম্ভীর্য গভির হওয়ায়;
হৃদয়ে ছবি আঁকে।
হয়তো সেদিন গল্পের মাঝে
কিছু স্বপ্ন বোনা,
কতবার যে তাকে পড়ছে মনে;
যাবেনা কভু গোনা।
যখন সে বলতো কথা
অনেক গল্প গুঞ্জনে,
হৃদয় তখন উড়াল দিত;
নীল ঐ গগনে।
কি আর করিব বুঝতে না পারি
আবেগ ও করছে ভয়,
অপরুপ সেই মহীয়সী মেয়ে;
"হঠাৎ পরিচয়"


(সংক্ষেপীত)


উৎস্বর্গঃ মোছাঃ নূপুর আক্তার