"জাগো বাঙালি জাগো"


জাগো বাঙালি জাগো!
তোমারা বিবেকের তরে জাগো,
অন্যায় ও অবিচারে ডুবে;
কেন মাথা নত করে থাকো?


ন্যায় ও নিষ্ঠা নিয়ে যেন
মত ভেদের নেই শেষ,
তবু সমাজ যেন চুপটি করে;
বসিয়া রয়েছে বেশ।


বিবর্ণ এই প্রজন্মের ধারা
যদি এরুপ কর্মে চলে,
অসৎ ব্যক্তিরা বিপদে পড়িলে;
কত কিছুই না বলে।


জাগো বাঙালি জাগো!
বিবেকের তরে জাগো,
কাপুরুষের মতো চোখ বুঝিয়া;
কেন ঘরের কোণায় থাকো?


প্রতিবাদ নামের মনুষ্যত্বের যেন
আর দেখা নাহি মেলে,
তোমরা ভীরু তোমরা কাপুরুষ;
তাই আইন বিপদে ফেলে।


ওহে বাঙালি!  আর কত কাল
তোমরা এই ভাবে চলিবে?
নিজ স্বার্থে সত্যকে আর;
কতোই মিথ্যা বলিবে?


সত্যের ও যে আসবে সময়
সেদিন কোথায় যাবে?
ন্যায় ও অন্যায়ের মূল্য সেদিন;
তোমরা হারে হারে পাবে।