কবিতা
"❤️জান্নাত❤️"


নীল আকাশের নীচে
সে-দিন একাকীত্ব ছিলাম,
টিকটকের এক হুর পরী কে;
লাইক কমেন্ট দিলাম।


স্বল্প সময় পরে যখন
তার প্রতিক্রিয়া পেলাম,
হঠাৎ করেই তার ভাবনায়;
আমি হারিয়ে গেলাম।


অল্প-অল্প গল্পে যখন
তার পেলাম পরিচয়,
ঐ মিষ্টি পরীর প্রেমে হয়তো;
আমার গলেছে হৃদয়।


মাঝে মাঝে হইতো কথা
তার রুপে সে ভরপুর,
সে যে সত্যিই মায়াবী কন্যা;
জান্নাতী এক হুর।


অনেক দূরে থাকে সে
হবেনা কভু দেখা,
ইচ্ছে জাগে হৃদয় মাঝে;
থাকি যখন একা।


কি করে বোঝাবো তাকে
মনের কথা বলে,
একটুখানি দেখা দিয়ে;
যায় দূর অজানায় চলে।


মনটা তার সত্যি ভালো
নেই যে অহংকার,
অব্যক্ত কথা ছুটে যেতে চায়;
মানতে চায়না হার।


ম্যাসেনজারে চ্যাটিং হয়
নেই কোন অগ্রাহ্য,
তবু হৃদয়ের দুয়ার রেখেছি খোলা;
তার অপরাধ পরিত্যাজ্য।


হঠাৎ একদিন  গেলাম রেগে,
করেছিলাম আবদার,
রেখেছিল তা সঠিক ভাবে;
পড়েছি প্রেমে তার।


সে তো অন্তরকে বুঝতে চায়না
কে আছে তার হৃদয়ে?
কবির ভালোবাসার ইচ্ছে শক্তি;
জাগে না যে ভয়ে ।


যদি সে ভুল বুঝিয়া
কখনো করে অভিমান,
হয়তো সে-দিন ভেঙ্গে যাবে মন;
আবেগে কাঁদিবে প্রাণ।


তাই তো কবি ভাবিয়া কহে
মন নিয়ে করোনা খেলা,
একদিন সে ভুলবে তোমায়;
করবে অবহেলা।


এই ভাবনায় চুপটি করে
অন্তর রাখলাম শান্ত,
তাহার প্রেমে কাব্য লেখায়;
কবির হৃদয় ক্লান্ত।


ভাবনা শেষ!  তবু তকদীরে জুটিলে
একদিন ধরবো তাহার হাত,
সে যে নীল পরী আর রুপের রাণী;
আমার স্বপ্নের  "জান্নাত"


উৎসর্গঃ মোছাঃ ওয়াত্তিহা ❤️জান্নাত❤️ নিহা কে।