নির্ঘুম চোখে একাকীত্ব জাগরণে
চিন্তিত এই মন,
কেন উদাসীন ভাবনা সীমাহীন;
চলবে কতক্ষণ?


ভাবিতে ভাবিতে কোন এক ক্ষণে
অশ্রু আগমন,
ঝরিতে থাকিল কত জলধারা;
স্বরনে কত জন।


নিরুপায় মন দিশেহারা হয়ে
আবেগে দিয়েছে পাড়ি,
লোনা জলে আজ তরী নাহি চলে;
ভিজিতে থাকে দাড়ি।


অবশেষে মন শান্ত যখন
অব্যক্ত থাকে কথা,
শত কষ্টে আজ কঠিন হৃদয়;
খোঁজে নীরবতা।