"অবুঝ অপরাধী"


অনির্দিষ্ট সময় অনাকাঙ্ক্ষিত ভাবে
ঘটিল এই ঘটনা,
সততা বিহীন চরিত্রে পর্যাপ্ত পরিশ্রমেও;
আমি হইলাম প্রতারণা।


কর্মে দ্বন্দ্ব সর্বত্রে মন্দ
সকলে কহিল বোকা,
শ্রবণে তথা প্রচলিত কথা;
অতি বিশ্বাসে মেলে ধোঁকা।


জ্ঞানে মূর্খতা মনে অপূর্ণতা
যেন স্বপ্ন পূর্ণ হইলো না,
কিসে স্বার্থ এরুপ কার্যে;
তারা কেন করিল ছলনা?


এখনো তবু জানেন প্রভু
আমি কাহার জন্য কাঁদি,
বুঝিতে না পারলাম আশা নাহি ছাড়লাম;
হইলাম অবুঝ অপরাধী।