নব ধরনীর বুকে যখন
এসে ছিলাম একা,
অবুঝ হলেও দু-চোখ দিয়ে;
পেয়েছি মায়ের দেখা।


মাতৃগর্ভে ছিলাম ভালো
কখনো বুঝিনি কষ্ট,
পাপের নরকে বসবাস তাই;
স্বভাব হয়েছে নষ্ট।


মায়ের ভাষা ছিল যে মধুর
শ্রবণ করিতাম সুখে,
একটু কান্নায় আলতো করে;
টেনে নিত তার বুকে।


সময়ের কিছু ব্যবধানে
যখন শিখেছি মাতৃভাষা,
কত কল্পনার দুয়ারে বসে;
এঁটেছি অনেক আশা।


গৌণ কর্মে বুঝিনি তখন
কেন এই ধরণীতে?
কি আমার মূল উদ্দেশ্য;
যাহা নিতে হবে জিতে?


মূর্খ্যে যখন উপলব্ধি হলো
বুঝিতে পারিলাম ভুল,
অনুশোচনার অন্তরালে;
হারিয়েছি দুই কূল।


অবশেষে! অতীতের ভুল কর্মকে
করিলাম আমি কর্তন,
অন্তরে ঈমান ঢেলে;
রবের পানে হইলাম পত্যাবর্তন।