কবিতা
"সুখময় জান্নাত"


রৌদ্রের বিকেলে, ছুটি শেষে হটেলে
ইফতার ক্রয়ের জন্য আসা,
পরিচিত সকলে, হাতে ব্যাগ দখলে;
জুটিয়েছি কত ভালোবাসা!


অপেক্ষায় মশগুল,জীবনের কত ভুল
ঘটিবে প্রতীক্ষার ফলাফল,
আযানের সুমধুর, কন্ঠস্বর বহুদূর;
চারিদিকে নেই কোলাহল।


মুসল্লীর উপাসনা, মসজিদে আনাগোনা,
সম্মুখে খাবারের ঢল,
সারা দিন ক্লান্ত, নীরবতায় শান্ত
শরীরে নেই কোন বল।


আহারের তরে,ছালাতের পরে
কি যে ভালো লাগে,
পরিশেষে হাঁসি,তৃষ্ণায় জলরাশি,
হৃদয়ে রবের অনুভূতি জাগে।


সাময়িক অবসর,ভাবেনা কেউ পর
একত্রে তারাবি পড়িবো,
মহান সেই রবের,সুখময় জান্নাত;
স্ব ইচ্ছায় কেন হারাবো?