তোমার অপেক্ষায় আমি
আজও একলা দাঁড়িয়ে,
পুষ্প হাওয়ায় জর্জরিত মন
যাচ্ছে যেন হারিয়ে।


চিন্তিত আর উদাস মনে
কাটছেনা তো দিন,
এভাবে তো থাকা যায়না
বন্ধু তুমি হীন।


কোথায় সেই প্রেমময় ভালোবাসা
সবকিছু গেছে হারিয়ে,
তবু তোমার অপেক্ষায় আমি
আজও একলা দাঁড়িয়ে।


কেউ কি আছে এমন?
যে আমার কল্পনা হবে !
হারিয়ে যাওয়া অনুভূতিগুলো
কবিতার ভাষায় ফিরবে তবে।


এই ভাবনায় ডুবে থাকিয়া
যেন সব যাচ্ছে হারিয়ে,
তবু তোমার অপেক্ষায় আমি
আজও একলা দাঁড়িয়ে।


একাকী এই মন আজ
তোমায় ভেবে যায়,
যেন তোমারি ভাবনায় মন
অনেক সুখ পায়।


নিরবে নিরবে তোমায়
আর কতই ভেবে যাব,
অশ্রু গুলো ফুরিয়ে গেলে
তবে কি তোমায় পাবো?


জানিনা মন কেনো শুধু
কল্প নাতে যায় হারিয়ে?
তবু তোমার অপেক্ষায় আমি
আজও একলা দাড়িয়ে ।