**এমন কেন ভাবনা**


সবই যেন এলোমেলো
ভাবনা গুলো, তাইনা বল।
এমন রাজ্যে ভাই রে চল
সত্যকে যে মিথ্যা, চালায় বল।
কেমন করে দেখবে আলো?
ভিতর বাহির সবই কালো।
এমন যদি ভাবি আমি
ওপারেতে ভাল পাবে


ফের তখনই অমানিশায়
ভরে যাবে।
এক চোখেতে হাসে মানুষ,
নিষেধ করে আরেক চোখে।
মুখের  হাসি চোখে দেখে,
ভাবছি বসে মনে মনে।  
এমন রাজ্যি থাকব আমি
কে কে থাকব  আমার সনে।  
আজব রাজ্য, আজব মানুষ
এখানে যেন নেই কারো হুশ
নিজের জন্য নিজেই বেহুশ।