আড়াল সম্পর্ক ""


                    সোহেলী পারভীন।  
                     ৩১/১২/১৭


শত   সহস্রতম সমস্যা তোমার ভালবাসার নীড়ে,
দিন কাটাই বিনিদ্র  রজনী পারহয় মানুষের ভীড়ে।
সম্পর্ক তো মনের সানাই বাজবে যতসুরে,
পৃথিবীরূপ ততই রাঙ্গবে যত সাধ নিত্য নতুন স্বরে।
তোমার দেয়া নেইতো কোন  উপাহারের সাজ,
শুধু তুমি ভাললাগা, ভালথাকার উপমা যে আজ।
দিনে রাতের শয্যাসাজে জানি তুমি রইবে না মোর পাশে,
মায়াময়ী  অরূপ বাঁধন বেধেছি তোমাতে যে মিশে।
শিহরণ মোর তনুমনে গভীর  অনুভবে,
যতভাবি ভুলে  যাব চাইছে না মন যেতে।
আড়ালের এ মায়ারূপের  ছিন্নপত্র  দেখে,
আকাশ বাতাস এ বসুধা  নিঃস্ব হয়ে হাসে।
তবুও তোমায় লুকিয়ে রাখি  সুসজ্জিত  ছন্দ আবেশে
সারাজনম ছোঁয়া  নিব আড়ালেই  ভালবেসে।।