অস্তিত্বে ২১"
বাংলা আমার দেশের নামটি,
একই নামেই  ভাষার নামটি।
পরিচিত ভাই,
রক্তের দামে কেনা মোদের ভাষার তুলনা যে নাই।
সালাম বরকত,রফিক শফিক কোথায় রইলে ভাই!
প্রভাত ফেরি করে বেড়াই তোদের দেখা নাই!
মায়ের ভাষায় মাকে ডাকি, বাবা ভগ্নি ভাই,
বিশ্বজুড়ে বাংলা ভাষায় মমতার স্বাদ পাই।
ভালবাসা প্রেমপ্রীতি আমার ভাষায় গাইছে গীতি,
ত্যাগ সুখ রাগ -অনুরাগ ভাষা আমায় শিখায় নীতি।
স্বাধীনতার স্বাদে গন্ধে বাংলা ভাষা বিরল ছন্দে,
অস্তিত্বে আমার বাংলাভাষার গাঁথুনি যে রন্ধ্রে রন্ধ্রে।
হাজারো সালাম শহীদ ভাইয়ের রক্তেমাখা দেহতনুময়,
বাংলাভাষার ইতিহাসে তোমরা রবে চিরন্ময়।