"বিধস্তমন"
সেই কিশোরী বয়সেই  কেমনকরে    
                           নত হতে হয় শিখছিলেম।                                                        
কি করে   ভালবাসতে  হয়!                                                               আর কেমনই বা থাকতে হয় ভাল!
শুধুই অন্যকে শান্তরাখা, মনের বিরুদ্ধেই
           যা কিছু কথা বলা।
দিনে আর রাতে অন্যের সাথে মানিয়ে,
       শুধু বন্ধুর পথ চলা।
আজ বিধস্ত মনে লিখছি কেবলই অভিমানে,
কেউ জানি আমায় ভালবাসেনা আনমনে।
সযত্নেসকল ক্ষনে নিজেকে দিয়েছি উজার করে,
তবুও কেউ কেন নেয়নি বেধে আমায়  আপন ডোরে।
সত্যি বলেও পায়নি কভু সত্যের প্রাপ্তি,
আজি হতে মুক্ত হয়ে স্বাদ নিতে চাই অশান্ত প্রাপ্তির।