দূরত্ব ""
তুমি কথা দিয়ে বলেছিলে আসবে আমার নীড়ে,
স্বপন আমার দোলায়িত ছিলসহস্র মানুষের ভীড়ে।


কে তুমি কোথায় তোমার অস্তিত্ব?


এতকাছে মনেমনে খুজে হারাইতোমার গায়ের গন্ধে!
আমার আধার ভুবনও  কেপেছিল মহা আনন্দে।


এত সুখ বুজি আর নাই!


তব হ্নদয়মাঝে এত কাছে মনে হয় নও দূরে নও,
রূপলাবন্যে তুমি অনন্যা প্রেয়সি হয়ে রও।


আমার অস্তিত্ব  তোমার অনুভব!


এত কাছে তোমার বসবাস দূরত্ব  হয়েছে  বিলীন,
তোমাতে আমার আপন আলয় চিরভাস্বর অমলিন।


তুমি সদা চন্ঞলা হে!


সকাল সাঁঝে তুমি হ্নদয়মাঝে সুরবীনা  বাঁশেরবাশরী,
যত দূরে রওনা প্রিয়  তুমি যে  চন্চলা শুধুই আমারই।