এলোমেলো ই ভালো
       সোহেলী পারভীন
        ০৮/৯/২০২০
পরিপাটি বেশ সবারই প্রিয়
সাজানো জীবন কল্পনায়ই শ্রেয়।
রুটিন করে কাজে আসো,
পরিমিত আহার করো,
অন্যের সুখে নিজে হাসো,
নিজের সুখ নাই বা হলো
সে তো অন্যের কথা!
হাসবে বেড়াবে তোমার খুশি।
অন্যরা তো বড্ড রে অখুশি!
সেই তো বলবে জানি।
অসম সব ভাবনা করো!
যখন যা মন চায়  তাই ধরো!
তাইতো  বলি পরিপাটি ঝেড়েই ফেলো,
এর চেয়ে ঢের এলোমেলো ই বেশি ভালো।
সবাই যখন নীড়ের কাছে,
রইব আমি ভীড়ের মাঝে।
চারদেয়ালে বন্ধি না আর
মুক্তবাতাস এখন আমার  একার।
এলোমেলো ই বেশি ভালো,
সত্যসুন্দর যেমন বলো।
সুর ছন্দে জানি গীতসুন্দর হয়,
এলোমেলো ভাবনায় মানি মনও সুন্দর হয়।
এসো বন্ধু থাকি এলোমেলো কিছুটা সময়,
যেন ভালোবাসায় ই ভালোথাকা হয়।


ফটোক্রডিট -  প্রিয় বেন্জুআপা (জজ)
স্হান-তাঁর সরকারি বাসভবন।
(আমার এ লেখাটা তার এ ছবিটাকে ভাবনায় রেখে।)