গোপনচারিণী "


সোহেলী পারভীন
আজ একটা সকাল অপেক্ষারত   !  
                     একাকি  বন্ধু তুমি আসবে সংগোপনে,


সখা এমনই!     অপেক্ষার প্রহর তুলে রাখে যতনে।


যতকল্পরাজ্যের   ভাবনা দূরপাহারের হাতছানি,


হৃদয়ভরা মনোহরা চন্ঞলা তার মুখখানি।


প্রিয়জনের কোমল স্পর্শ  হৃদয়গগনে পুর্নিমাআলো,


আমি বন্ধু তোমাকেই বেসেছি ভালো।
বিশ্বাসী তুমি, গোপনচারিণী রেখে যাও ছোঁয়া,


আমি এমন করেই জানি  ,এ তোমারই ছায়া  ।


শতজনম সাধনার ক্ষন অমৃত বচন,


আজি গোপনে এ মন তোমার তরে হলো সমর্পণ।


ভালবাসি আর ভালবাসা ,                              
  হয়ে একাকার সুখস্মৃতি অনুভূতি,


সত্য  যাকিছু সুন্দরতম আড়ালে  রয়ে যায় নিরবধি।