"কষ্টভোগ "
সোহেলী পারভীন।
জীবনপথের  উপলব্ধির শুরুটা ঠিক কখন বুঝতে পারিনি!
চলতে চলতে সীমান্তের দ্বীপে এসে দাঁড়িয়েছি!
ভাবনাহীন কল্প রাজ্যের অসমাপ্তিতে টেনে নিল সখা,
হয়তো ভেবেছিল নিজে সুখ নিবে নয়তো দিবে!
আসলে সত্যিকার এমনটা না।
তুমি যেমন ভাবলে আমায় প্রিয়া,
সযতনে আমার তুমি গহীন হিয়া,
আজও তোমায় মনে পড়ে প্রথম সকালবেলা
ভালবাসা বুঝি তোমার তরে এমনই হয়!
শুধুই কেবল শাসনের বেড়াজালে নিবদ্ধহয়ে রয়!
দিন পেড়িয়ে যায়যেমন আমার কষ্টভোগ তেমনই রয়!
শতশতবার হারিয়ে আবার নিজেকে আড়ালে লুকায়।
আসলে জীবনপথ এমনই চলতে চলতে সব শিখায়।
আমি ভালবাসি  এমনই  প্রতিনিয়ত যার অসীম চলা,
কখনও কখনও এরই মাঝে সুখবোধ  হয়েছে বলা।
তুমি জানবেনা, ভালবাসি শব্দচয়ন আমার কষ্টভোগ!
যতবার ভেবেছি আনমনে প্রিয়, সবই মিথ্যেসুখ।
তুমি আসবে বলে ভালবাসা, বন্ধনছিন্ন করে এসো,
আমিকষ্টনেব মনোমাঝে ততদূর যাব যতবাধা আসে,
কষ্টভোগে হারিয়ে দেব যত সুখ ভালবাসার শেষে।