"মান্তারাও  মানুষ"
         সোহেলী পারভীন
              ১৪/১২/২০২০
মান্তা" শব্দটা  সভ্যমানুষের দেয়া
এদের  কেউ বলে ভাসমান বর্বর, বেবুঝ (বেবাইজ্জা)!
মান্তা"    সকল না পাওয়া আর
বঞ্চনা  শোষণের হাতিয়ার!
মানবিকতাহীনতার চর্চাকরার শব্দের পরিচতি মান্তা"
তোমরা যারা ভূমিতে সভ্য মনে করো,
তারা আজ  কী বলবে?
ওরা মান্তা" মানুষ নয়!"
সত্যিকারে মান্তারাই মানুষ।
সাগরে ভাসতে ভাসতে
সুখদুঃখ ওরা চেনে
কেমন করে ঝড়বন্যায় টিকে থাকতে হয় জানে।
কেবল চেনেনা জানেনা
সভ্য মানুষের বহুরূপী সত্ত্বা কে!
মান্তা" বলে তোদের চিনতে দেয়না
দাবিয়ে রাখে শোষনের লালরক্তচোখে।
মান্তা"এবার  জেগে ওঠ!
এ ধরার ভূখন্ডে  আছে অধিকার,
যেমন বিচরণ করিস সাগর জলরাশিতে তার।
জেগে ওঠো!
সাহসী হও!
এ ভূমিতেও তোমার আছে অধিকার
তুমি ""মান্তা " নও
মানুষ।