""মিথ্যে বসতি""
         সোহেলী পারভীন


আমি শৈশবেও মানুষ হিসেবে তোমাদের কাছে   না,  স্বীকৃতি পাইনি বা তোমরা আসলে দিতেও  চাওনি!
শৈশব কাটিয়ে, কৈশোরে কেবল কত দৃষ্টির ভিন্নতা!
আমি সেই মেয়েটি কারো কাছে বলিনি আজ অবদি।
এমনটা লুকিয়ে নিজেকে কষ্টবোধে রেখেছি আবদ্ধ!
জানি তোমারা ভাব আমি মেয়ে বলে মিথ্যুক।
যাকে যেমন চিনি তার কথা না বলি সবটুকু!
আমি নারীবলে যা বলব সব কিছুতেই না না না!
যৌবনোদয় হলো  বাহ!কত রং ডং না যেন  আরো কী কয়!


আমি নারী বলে  সকল সময়ে মনে সব লুকিয়ে রয়,
না না কখনও যেন প্রকাশিত  না হয়!
এমনি মেয়ে বলে, মিথ্যেই এমন বলা হয়।
সংসারধর্ম পতিসুখ নারীরজন্মের আসল রূপ,
সত্যি ই আর বলা হয়না কোন মিথ্যার সত্যরূপ!
তাইতো নারী মিথ্যের বেসাতি নিয়ে চলে যুগ যুগ।
তোমরা যারা আছো ভন্ডজন মানুষরূপী,
নারীকুল শুধু তোমাদের কাছে নিজেকে দিয়েছে সপি্,,
সত্যকে প্রকাশ না করে হয়েছে এমন মিথ্যেররূপী।।