সব রং দিয়ে তোমার নাম লিখছিলাম অচেনা শব্দে
ভেবেছি কোনটা তোমার আর কোনটাইবা আমার,
সবরং, শব্দ, আবেগ,  উন্মাদনা কাদায় নিঃশব্দে।
আমি রাতের কাছে তোমার পরিচিতি  চেয়েছি,
আর দিন বলেছে,তুমি কে গো? আকাশের রং!
জোৎসনার আলোয় উদ্ভাসিত রূপালী রং!
না না সাগরের তীরে দাঁড়িয়ে  আনমনে দিগন্তে,
ডেকেছি তোমায় নিরিবিলি  অন্তহীন  একান্তে।
আমি জানি তো এমনই চাওয়া সত্যের মুখোমুখি!
সব অনুভূতির ছোঁয়া একাকার হৃদয়ের সখাসখি।
তোমার ভালবাসা কি এমনই নীল রং!
ছুঁইব বলে কত রং মেখেছি, কত কেঁদেছি
হাসিতে পারিনি বন্ধু,,,
এসো! একটিবার এসো,  সব রংদিব শব্দময়,
তুমি আমার একজনই  সখা জানুক জগৎময়।