"নীলছন্দ"
সোহেলী পারভীন
১৮/১০/১৯
একটা সকালের অপেক্ষায় হাতছানি দিয়ে ডাকার
তুমি এক অনুভূতির নাম "নীল ছন্দ।
আজ অবধি  কয়েকটি বসন্ত ছেড়েছি ওগো,
আনমনেই মোর  হিয়ার দ্বার আজি বন্ধ।
কে গো তুমি! ইন্দ্রজালে জড়িয়ে রাখো সারাবেলা,
আমি একূল ও কূলে খুঁজে বেড়াই ভরদূপুর সাঁঝবেলা।
কখনও হারিয়ে খুজি কখনোবা তোমায় না বুঝে খুঁজি,
তোমারই বিহনে মনেপ্রাণে আজি বিরহে সাজি।
আমায় ডেকে নাও তোমার বাহুডোরে সন্ধ্যা সাঁঝে,
হারিয়ে যাবো নীলছন্দ হয়ে কেবলই তোমার মাঝে।
নিঃশব্দ নিয়তির  বাধন আলগা করে খুঁজিব তোমারে
বাধিব মোর  অন্তরও মম তনুমনে সহস্রবন্ধনে!
আজও কী শুনতে পাও আমার শব্দিত বর্ণমালার ঘ্রানে,
নীল ছন্দ রংয়ের খেলায় তবে হারিয়ে যাবো সুখসন্ধানে।
প্রিয়সী তুমি মোর মনসঙ্গীর রূপসজ্জা প্রদীপ
আলো জ্বেলে বাড়িয়ে দাও দিঠি খুঁজেছি যে স্বরূপ।