।   ""অদেখা স্বজন""
                সোহেলী ১/১/২০১৮


শরৎ ক্ষনে আপন মনে
  ভাবছি শুধু তোমায় নিয়ে
         কেমন রূপ গো তোমার প্রিয়ে
  কথা বল তো মোর সনে।।
ইচ্ছে করে সমীরনের গন্ধনিয়ে
সারা তনু জড়িয়ে রাখিতোমার গায়ে,
তুমি শব্দপ্রেমিক,  বর্নমালার ছন্দরীতি
                       হ্নদয়ে মোর দিলে তুলে  অশান্তগীতি।
শরৎমেঘের ছোয়ায় মোরে রাঙ্গিয়েছ আপন মনে
কখন যেন ঐ আকাশে হারিয়েছি চাঁদের সনে।
তুমি নেবে কি মোরে  অদেখা স্বজন তোমার সনে?
        আকাশের মেঘ হব এ ধরায় বর্ষা ঝড়বে,
  কোকিলের কুহুতানে বিশ্ব গাইবে,
মমচিত্ত তোমার তরে আজি চন্চলা !!
তোমায় খুজি গো দেশহতে দেশান্তর
তুমি যে মোর স্বজন অন্তরীয়  অন্তর।
             ছন্দময়ী কাব্যকরে
মনে রেখো গো মোরে  যুগ হতে যুগান্তরে।।