""পাগলীটা মা হয়েছে বাবা হয়নি কেউ""


                               সোহলীপারভীন ছবি


জন্মেরমতই জন্মেছিলাম আমার মায়ের কোলে,
তখন তো ভাবিনি আমি পাগলী হব বলে।
নিয়তির বিধান পাগলী হয়ে ঘুরছি পথেঘাটে,
কিশোরীকাল কাটে আমার  যৌবন আসে যায়!
নষ্টসমাজ নষ্ট পুরুষ কেবলই পেতে চায়!
দিনে দুপুরে ছুটছি চলে রাত্তির নামলে হায়!
চারিদিকে অট্টহাসির ধ্বংসলীলার শব্দশুনতে পাই।
এপাশ ওপাশ ফিরছি মাগো রেহাই  মিলে নাকো!
অসুরতুল্য নষ্টপুরুষ খুবলে  খাচ্ছে শরীরটাকে!
এরাই নাকি পুরুষ নামের মহারথি ভাই!
ধর্মের দোহাই  দিয়ে এরা ভন্ডরূপের সাঁই!
আমি তো এক মহাপাগলী!হলে কী হবে!
জগতস্রস্টা কেনইবা সন্তান ধারনের দিলেন ক্ষমতা?
দশমাস দশদিনে মা হলেম নিঃস্ব  পাগলীহলেও।
হে মানবতা!কোথায় আমার সৃষ্টিকর্তা?কোথা বিচারক!
মা হলেম পাগলী আমি, পিতার পরিচয় দেয়া হোক!!
যতশুদ্ধ ভাব পুরুষ!                 !                                           তুমি নষ্ট পথভ্রষ্ট বিচার হবে  কোন একদিন।
মায়ের আর্তনাদ  বৃধা যাবে এমন ভেবনা কোনদিন!!
ধিক্ এ সমাজের পৌরুষ তান্ত্রিক মিথ্যুক পাপাচার,
পাগলীর মা হতে হয়! এ কেমন তোদের আচার???
লজ্জারা আজ  লজ্জা  পায়  পুরুষ লুকায় মুখ!
পাগলীও তোদের থেকে   পায়না   রেহাই,                  কি  পাও আনন্দ সুখ??
জগৎ জায়া মাতা ভগ্নি লজ্জায় লুকায় মুখ!