পরশী
তুমি কে গো অপরূপ রূপমা?
নাইবা দিলেম তোমায় কোন উপমা।
স্বজনী,তুমি আমার হৃদমাঝে মনোবীণার সুর সাধো,
সকাল বিকেল সারাবেলা বে-সুরার গীত বাঁধো।
তোমায় দেখি শিল্পীর আঁকা  আল্পনায়,
তুমি প্রিয় আমার দেখা সারাদিন মান কল্পনায়।
ছুঁয়ে যাও অশেষ সাধনার রং তুলিতে,
চেওনা আমায় কখনো ভুলিতে।
রূপসী মমরাজ্যে সাজো নতুন সাজে,
আমি অপলক চেয়ে আছি তোমার ভুবন মাঝে।
তোমার গায়ের গন্ধে মাতাল প্রিয়া আমি তোমারই,
পরশী আমায় দিয়েছো প্রেম করেছো আপনারই।