প্রেরক"
        সোহেলী পারভীন
        ১৮/৮/২০২০
চলতে চলতে পথের শেষে
প্রায় সীমান্ত পাড়ে এসেছি,
লিখতে লিখতেই সময়টা কখন যে শেষ হলো
কখনো টের পাওয়াই হয়নি!
একটা সম্পূ্র্ন দিঠিই ছিলো না জানা ,,।
তারপরও লিখছি কী এক মোহ!
কোন একদিন হঠাৎ  একটা নাট্যমঞ্চ পেয়েছিলাম
কেবল সংলাপে সংলাপে কেটেছে ক্ষণ
তুমি জানবেও না
সেই
সংলাপ গুলো এক গল্পেরূপ নিলো!
ভাবলাম প্রাপকের পরিচিতি হবে হয়তোবা।
না আবার শুরুহলো আলেয়ার পিছুচলা
তুমিই প্রেরক!
নিঃস্ব বন্ধুরপথ পেড়িয়ে আলোর খোঁজে আবার চলো।
নিজেকে শুধরে নাও হে পথিক!
ভালোবাসো নিজেকে
জন্মের তো একটাই ক্ষণ!
তুমি অধরা হয়ে লুকিয়ে থেকোনা
আড়াল করোনা স্বরূপ।
তোমায়  সেজন  চিনে নিবে,


গন্তব্যে যে   দাঁড়িয়ে আছে
সেই হবে  প্রাপক।