প্রশ্নবিদ্ধ বিবেক?
সোহেলী পারভীন
সারাবিশ্বে মৃত্যু মিছিলের হুন্কারে আজস্তব্ধ মানুষ
বিবেকহীনতার চর্চার  কতিপয় তারা  উড়ায় ফানুস!
গরীব যদি পেটের টানে খাদ্যের  প্রয়োজনে হারায় হুশ
তবে কেন ধনিকবনিক রাস্তায় নেমে গাড়ীরবহরে বেহুশ!
মহামারীর মহাস্রোতে বিশ্ব কি যে আজ খোঁজে সেথায়?
এজগতে একাই তোমায় চলতে মরতে বাঁচতে শেখায়।
নতুন পৃথিবী জন্মনিলে সত্যি  যদি যাই গো বেঁচে,
নিজের মত ভাবনা করে সত্যকে নেব যাচাই করে।
চারিদিকের  নীরব কান্নায়  এখনও যাদের পাষাণ হ্দয়
নিজেই কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ  থাকতে যে চায়!
মানুষ নামের অমানুষই অন্তরেরই ভন্ডামীটা,,
সবার সাথে তালমিলিয়ে চালিয়ে যায় তার অভিনয়টা!
এটা আমার ওটা আমার  সবকিছুটাই  নিজের চাই!
ভাব ধরেছে  যেন সাধুবাবা  আমার তো কিছুই  নাই!
সময় তোমাকে দিয়েছে সময় জাগ্রত করো বিবেক,
মনুষত্বের বিচারে নিজের পরিচয়ে পরিচিতি তব হোক।
কেটে যাবে যুদ্ধ, শান্তির বানী শোনাবে মোদের আবেগ!
কিছুই  রবেনা নিজের মৃত্যুরপরে  অপরে করিবে ভোগ!