রৌদ্রসেবন
       সোহেলী পারভীন
           ০৬/৯/২০২০
রৌদ্রতেজ মেখে নিজেকে হারমানতে শেখো,
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামুক!
এতটুকু ভয় নেই!
এইতো কেবল রৌদ্রসেবন শেষে পুড়ে অঙ্গার।
যতটুকু পথচলতে হয় নিজেকে সামলেই এসো,
অন্তর মম ভালোবাসায় সিক্ত নাই বা হলো!
একটা বিকেল চাই সখা!
তোমার আঙ্গুলের ছোঁয়ায় মনের মমতায় অনুভবেই কাটিয়ে দেব প্রিয় বারান্দায়।
ক্লান্ত হয়ে কোন একপূর্ণিমারাতে চলো যাই,
পাশাপাশি বসে রাতকে সাজাই।
তুমি ভয় নিওনা মন'
যতটুকু বিশ্বাসে ভালোথাকা যায়
তারপূর্নটাই পাবে আমারই মাঝে,
খরতাপে, রৌদ্রতেজে এ তনু মোর বিধ্বস্ত!
আমি তোমারই অপেক্ষায় ওগো প্রিয়জন,
নীরবে নিভৃতে সতত তুমি আমারই ভুবনময়,
এসো মোর সখা প্রাণের তরে তোমার ভুবনসাজাই।