রংয়ের ফাগুন
     সোহেলী পারভীন
লাল গোলাপী হলুদে তুমি,
প্রিয় রংয়ের দোলায় দোলো।
হাত বাড়ালেই তোমায় মেলে,
এমনভাগ্যের কজন পেলে?
ফাগুনের ই আগুন জ্বেলে,
মমচিত্তে তব নব জোয়ার খেলে।
আজি এ ফাগুনের দুয়ার খোলো,
হিয়ার মাঝে প্রিয়ার বাঁধনের নৃত্য তোলো।
মমপ্রান মন উঠিল গেয়ে  প্রেমগীতি এ ধরায়,
সারাবেলা কেবলই রংয়ের  এ ফাগুন মেলায়।
তুমি আসবে বলে হে বসন্ত, মোর দুয়ারে আজি,
আজও আমি! সেই সবকটি রংয়ের রঙে সাজি।
ওগো রংয়ের  ফাগুন  তোমারই অপেক্ষায়  !
               তুমি ফিরায়ে দিওনা আমায়!!!
ওগো ফাল্গুনী প্রেয়সী আমার!
জড়ায়ে জড়ায়ে রাখিব তোমায় মোর মনোমাঝারে,
ভাসব আমি হারিয়ে আমায় তোমার প্রেমজোয়ারে।