রুগ্নতা
সোহেলী পারভীন
              ১০/১২/২০২০
সূর্য ওঠা সকালে আলো দেখতে তোমাকে ডেকেছিলেম
ভালোবাসার অনুভূতি ছোঁয়াতে।
ভেবেছিলাম তুমি আসবে সবারই মাঝে সেই আমার অতীতবেলার অনুভূতির ফুল হয়ে।
একবার হলেও বন্ধুত্বের হাসিতে,
মনহারিয়ে ভাসবো আনন্দে,,
তোমাকে দূরথেকে  কাছেএনে  ছোঁয়া নিতে চেয়েছি
তুমি আসলে,,কিন্ত
আমার মতকরে নয়!
এলে সবারই মাঝে তোমার নিজের স্বত্তায়।
এতটুকু  পরিবর্তনও  ছিলোনা তোমার
আসলে তুমি বন্ধু এমনই ছিলে!
স্বভাবে স্বত্তায় প্রকাশে।
যা আমি ভাবিনি!
তোমার নেতিবাচক কিছু শব্দের যন্ত্রনা সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় আমায়!
আমি সেই ভালোবেসেছি তোমায়,
তোমার মানসিক রুগ্নতা ভেবেই দেখিনি!
উজার করে দিগন্ত ছুঁয়ে তোমার ভালোবাসায় ছিলেম।
আজও আছি বন্ধু সত্যের লালনে প্রীতিরবন্ধনে,
এসো প্রিয়,
পারলে রুগ্নতা ছেড়ে এসো,
একটি বার মনখুলে  হেসো,,,,।
নষ্ট স ব দুহাতে ঠেলে মনের জানালা খুলে,
বাচঁবো মোরা  ভালোবাসার মমতায়  ভুলে,
জানবে এসো ভালোথাকা ভালোবাসাই মুক্তি।