"""সমভাবনা "


তোমরা যারা সমাজকর্মে করো  কর্তাপনা,
নারীকুলের ভাবনা তোমার নাইতো জাহাপনা!
সত্য যতই হোক না প্রকাশ, মিথ্যাচারে ভারী,
ন্যায্য সঠিক  কাজহলেও আমরা যে ভাই নারী।
হাটতে চলতে  দোষের ভারে নারী যখন নূয়ে পরে,
একটা ভাল হাতের  ছোঁয়াও পায়না নারী জনমভরে।
বন্ধুর পথ চলতে গিয়ে হোচট খেয়ে আবার ওঠে!
অনেক দূর যেতে হবে এমন ভাবনায়  জীবন কাটে।
এরই মধ্য হয়ত কেউ এগিয়ে এসে  জাগায় আশা,
নারীর জীবন তো ভাই এমন করেই যাওয়াআসা।
সমভাবনায় ভাবে পুরুষ   নারী আসলে নয়তো মানুষ!
আমিই যা ভাববো তাকে ভাবনা আমার হোকনা ফানুস!
চিৎকারগুলো নেয়না মেনে  ওরাই এ সমাজের পুরুষ।


শক্তিতোমার নেইকো নারী তাইতো এমন আহাজারি,


কর্মকর আপন গুনে বাচতে শেখো , সত্যজেনে।
মুক্তির গান গাইতে হবে  সকল নারীর সমস্বরে।