"সময় ফুরিয়ে গেলে"
      সোহেলী পারভীন
শৈশব থেকে সময়ের প্রদীপ জ্বলতে জ্বলতে যৌবনোদয়,
প্রদীপ  তখনও প্রজ্বলিত নিজ আলোয়  উদ্ভাসিত সম্ভাবনাময়।
একটা সময় ভালবাসা স্নেহ মমতায় নিজেকে হারায় অবলীলায়,
সত্যমিথ্যা,পাপপুণ্য আবেগ অনুরাগ কেন যেন নিজেমনে হয়!
মাটিথেকে সুবিশাল মহাজগত থাকে  বিস্তর কল্পনায়,
কেউ হাত ছানি দিয়ে  ডেকেনিয়ে যায় সুন্দর মোহনীয় জগতময়।
কী না আছে? সবটুকুসুখ ভোগ নিয়ে কেটে যায় ক্ষনিক সময়!
আমার চাই, আমি আনন্দ পেতে চাই, চাই অপার জীবন  সুখময়।
ঠিক ঘোর কেটে যায় সময়ের পরিবর্তনে যখন  সময় কেবলই একাকিত্বময়!
আশেপাশে রইবে আর কেউ বিষাদের ঘনঘটায় ছেঁয়ে যাবে মনোময়।
সময় ফুরিয়ে গেলে পাবেনা আমায় ফিরে যত খু্ঁজেফিরো তোমাদের আনন্দালয়।
                                             তাজিন আহমেদ এর মৃত্যু স্মরনে,,,,